English

35 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
- Advertisement -

রুপা চুরি করে পালানোর সময় দেয়ালের ছিদ্রে আটকে গেল কোমর!

- Advertisements -

ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলার জামি ইল্লামা মন্দির থেকে ৯ গ্রাম রুপা চুরি করে পালানোর সময় দেয়ালের ছিদ্রে আটকে গেছে এক ব্যক্তি।

Advertisements

বুধবার (৬ এপ্রিল) এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান।

শ্রীকাকুলাম জেলার কাঞ্চিলি থানায় অভিযুক্তের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।

কাঞ্চিলি থানার সিনিয়র ইন্সপেক্টর চিরঞ্জীবী বলেন, পাপা রাও নামে একজন চোর শ্রীকাকুলাম জেলার জামি ইল্লামা মন্দির থেকে ৯ গ্রাম রুপা চুরি করেছে। মন্দির সীমানা দেয়ালে ছিদ্র করে মন্দিরের ভেতরে প্রবেশ করেন তিনি। কিন্তু ফিরে যাওয়ার সময় ওই ছিদ্রে আটকে যায় সে। চোরকে হাতেনাতে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।

Advertisements

মন্দিরের মালিক ইয়েল্লামা জানান, ওই চোর দেবীর রূপার গয়না ছিদ্র দিয়ে বাইরে ফেলে দিয়েছে।

তিনি বলেন, এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। একটা গর্ত দিয়ে চোর ঢোকে। সে ভেতরে আসে কিন্তু বাইরে যেতে পারেনি। তাকে দেবীর নাকের এবং অন্যান্য রূপার অলংকার বাইরে ফেলে দিতে দেখা গেছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন