English

26 C
Dhaka
বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
- Advertisement -

খুলনায় নিসচা’র উদ্যোগে আলোচনা সভা ও জাহানারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান

- Advertisements -

মুজিব বর্ষের শপথ – সড়ক করবো নিরাপদ” এই শ্লোগান নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় নগরীর বিএমএ মিলনায়তনে আলোচনা সভা ও জাহানারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। প্রধান বক্তা ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মাসুদুর রহমান ভূঞা।
নিসচা’র উপদেষ্টা ও বিএমএ খুলনা জেলা সভাপতি ডা: শেখ বাহারুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্আিরটিএ খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো: মহসিন হোসেন, খুলনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মামুন রেজা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব। বিশেষ বক্তা ছিলেন নিসচা’র কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, কৃষি ওপরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি শ্যামল সিংহ রায়। স্বাগত বক্তব্য রাখেন মহানগর সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম।
অনুষ্ঠানে ২০১৯ সালে সড়ক দূর্ঘটনারোধে বিশেষ অবদান রাখায় ৮জনকে জাহানারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান করা হয়। পদক প্রাপ্তরা হলেন শেখ আল-এহসান- নিজস্ব প্রতিনিধি, দৈনিক প্রথম আলো, মো: মাকসুদ আলী- সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক প্রবাহ ও প্রতিনিধি, বাংলাদেশ প্রতিদিন, এ এইচ শামিমুজ্জামান, ব্যুরো প্রধান, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, মাহবুবুর রহমান মুন্না, নগর এডিটর, বাংলানিউজটুয়েন্টিফোর.কম, আতিয়ার পাভেজ, সম্পাদক, দৈনিক আমার একুশ, মরহুম মো: সেলিম খান- সাবেক সহ-সভাপতি নিসচা, খুলনা জেলা, বিআরটিএ, খুলনা, এসএম আজাদ হোসেন- সাংগঠনিক সম্পাদক, নিসচা, কেন্দ্রিয় কমিটি, মো: হাছিবুর রহমান হাছিব, প্রতিষ্ঠাতা সভাপতি, নিসচা, খুলনা জেলা। বিআরটিএ খুলনা-কে।
অনুষ্ঠানে খুলনা সিটি মেয়র তার বক্তব্যে বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট সকল বিভাগকে অনিয়ম – দূর্নীতি মুক্ত হতে হবে। সড়ক পরিবহন আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সড়ক কোন প্রকার নৈরাজ্যে করা চলবে না। খুলনা সিটি মেয়র বলেন, আমি নগরীতে ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ করেছি। কিন্তু এরা যদি গলিতে চলাচল করে এটাতো আমার দেখার বিষয় নয়। এটাতো ট্রাফিক পুলিশের বিষয়। আর ফুটপাত থেকে হকার উচ্ছেদ করতে গেলে অনেকে তাদের পুনর্বাসনের দাবি করেন। তাদের পুনর্বাসন আমি কেন করবো? তাদের তো আমি ডেকে আনিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ) এসএম শাকিলুজ্জামান শাকিল, সাংবাদিক আবু তৈয়ব, শেখ মফিদুল ইসলাম, শেখ মো: নাসিরউদ্দিন, নিসচা’র রমা দাশ, আব্দুস সালাম শিমুল, মো: নাজমুল হোসেন, এসকেএমডি বাহালুল আলম, বনানী আফরোজা, মাহমুদা আক্তার লিজা, শিরিনা পারভীন, ফারহানা চ্যেধুরী কনিকা, খ ম শাহীন প্রমুখ।

এছাড়্রাও সকাল ১০টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (ট্রাফিক) বিভাগের উদ্যোগে খুলনা লাইন্স মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মাসুদুর রহমান ভূঞা। সভাপতিত্বি করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রিয়াজ উদ্দিন আহম্মেদ,পিপিএম। নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার পক্ষে থেকে বক্তব্য রাখেন নগর সদস্য সচিব মো: নজরুল ইসলাম।
বিআরটিএ খুলনা সার্কেল এর আয়োজনে এবং খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় সকাল ১১টায় জেলা প্রশাসন মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, এডিএম মো: ইউসুফ আলী, বিআরটিএ খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো: মহসিন হোসেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র খুলনা মহানগর সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী নূরুল ইসলাম বেবী।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন