English

24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

নিসচা খানজাহান আলী থানা শাখার কমিটি গঠন (প্রস্তাবিত)

- Advertisements -

নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা শাখার ২০২২-২৩ মেয়াদের কমিটি গঠন (প্রস্তাবিত) ও আসন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবস (অক্টোবর-২০২১) উদযাপনে মাসব্যাপি কর্মসূচী সফল করার লক্ষে এক জরুরী সভা মঙ্গলবার সন্ধায়  শিরোমণিস্থ সংগঠনের অস্থায়ি  কার্যালয়ে নব নির্বাচিত সভাপতি ইউপি সদস্য শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন, সংগঠনের নব নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটনের পরিচালনায় বক্তৃতা করেন মিনা মুরাদ হোসেন, আঃ সামাদ , ইমদাদুল হক , মাসুম বিল্লাহ,প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তৃতায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাস ব্যপি বিভিন্ন কর্মসূচী যথাযথ ভাবে পালন করার আহ্বান জানান। সভা শেষে ৩১ সদস্য নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা শাখার কমিটি ঘোষনা করা হয়।

যথাক্রমে সভাপতি শেখ আঃ সালাম, সহ সভাপতি শেখ মাসুম বিল্লাহ ও মোঃ আঃ সামাদ , সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটন, সহ সাধারন সম্পাদক মিন্টু কুমার দত্ত ও শেখ আবুল কালাম, অর্থ বিষয়ক সম্পাদক শেখ ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ লিমন মোল্লা, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষনা সম্পাদক শেখ শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মহিবুল্লাহ শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিয়া খালিদ হাসান, আইন বিষয়ক সম্পাদক মোঃ আশফাক আহম্মেদ পারভেজ, সমাজ কল্যান ও যুব ক্রিড়া সম্পাদক মোঃ বিপ্লব হোসেন, সাংকৃতিক সম্পাদক শেখ মাসুম আলী, মহিলা বিষয়ক সম্পাদক আরিফা খাতুন , কার্যকরি সদস্য রেজাউল ইসলাম রেজা, ফকির রবিউল ইসলাম, নুরল ইসলাম লিটন, আছিয়া আনছার, হাফেজ মোঃ ইব্রাহিম শেখ, এস এম সাইফুল্লাহ সোহেল, মোঃ সুজন মোল্লা, শেখ আলমগির হোসেন, সদস্য শেখ বাচ্চু, শেখ মহাসিন , মোঃ মোস্তাকিম বিল্লাহ , সাগর শেখ, নাজমুল শেখ, শেখ বাহাউদ্দিন, মোঃ রিফাত হোসেন, শেখ আসাদুজ্জামান, এছাড়া উপদেষ্টা পরিষদে আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধক্ষ্য এস এম এ দাউদ, খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস,সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান এস এ রহমান বাবুল ও  সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন ও শ্রমিক নেতা সৈয়দ জাকির হোসেনের  নাম ঘোষনা করে পুর্নাঙ্গ কমিটি করা হয় ।

প্রধান অতিথির বক্তব্যে এস এম আজাদ হোসেন পদ অনুযায়ী প্রত্যেকের কাজ বর্ণনা করেন। নিয়মিত মাসিক সভা, সংগঠনের নামে ব্যাংক হিসাব খোলা,ফেসবুক পেজ খুলে সকল কার্যক্রমের প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে আহবান জানান।সড়ক দুর্ঘটনার স্থানীয় কারণসমূহ খুজে বের করে স্থানীয় প্রশাসনের সহায়তায় তা নিরসন করার তাগিদ প্রদান করেন। অক্টোবর মাসব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের কথা উল্লেখ করে খানজাহান আলী থানাকে সড়ক দুর্ঘটনামুক্ত করতে যথাযথ ভূমিকা রাখার আহবান জানান তিনি। সভার শুরুতে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নীরবে দাঁড়িয়ে যে যার ধর্মমতে প্রার্থনা করা হয়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন