English

25.1 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

মধুবালার বোনের বিরুদ্ধে কোটি টাকার মামলা

- Advertisements -

বলিউডের কালজয়ী অভিনেত্রী মধুবালার জীবনকাহিনী নিয়ে ছবি তৈরি করতে চান তার বোন মধুর ভূষণ। যে ছবির ঘোষণা হয়েছিল জুলাই মাসেই। এ বার  মধুর ভূষণের বিরুদ্ধে এক কোটি টাকার মামলা করলেন ছবির লেখিকা সুশীলা কুমার।

‘মধুবালা: দর্দ কা সফর’ নামের বই লিখেছেন সুশীলা। তিনি অভিযোগ করেছেন, তার অনুমতি ছাড়াই স্বত্ব কিনেছেন মধুর। তবে এ প্রসঙ্গে এখনো মুখ খোলেননি মধুর। বহু বছর ধরেই বোনের জীবনকে বড় পর্দায় আনার পরিকল্পনা ছিল মধুর ভূষণের।

উল্লেখ্য, ভারতীয় কিংবদন্তি অভিনেত্রী মধুবালা ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি মাত্র ৩৬ বছর বয়সে চিরবিদায় নেন। মধুবালা জন্মেছিলেন ১৯৩৩ সালের ১৪ ফেব্রুয়ারি। পঞ্চাশের দশকে মধুবালা ছিলেন ভারতের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অমর’, ‘আরমান’, ‘মুঘল-ই-আজম’, ‘বারসাত কি রাত’, ‘তারানা’ ‘পাসপোর্ট’, ‘দুলারি’, ‘বেকুসুর’ ইত্যাদি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nm6j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন