English

31 C
Dhaka
রবিবার, মে ৫, ২০২৪
- Advertisement -

শিশু দিবসে সড়কে শিশুদের নিরাপত্তা দাবি নিসচা ধামরাই শাখার

- Advertisements -

আরিফুল ইসলাম, ধামরাই ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ঢাকার ধামরাইয়ে সড়ক-মহাসড়ককে শিশুদের জন্যে নিরাপদ করে গড়ে তোলার দাবি জানিয়েছে উপজেলা নিরাপদ সড়ক আন্দোলন (নিসচা)।

Advertisements

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়, গাওয়াইল প্রাথমিক বিদ্যালয়ে এ দিবস উপলক্ষে সচেতনতামূলক মতবিনিময় সভা করে সংগঠনটি।

এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন দেশের মানুষের জীবনের নিরাপত্তা দিতে সংগ্রাম করেছেন। শিশুদের মতোই কোমল ছিল তার হৃদয়। তিনি শিশুদের ভালোবাসতেন। জন্মদিনে তাই বঙ্গবন্ধুর জীবনকে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া আমাদের কর্তব্য।

তারা বলেন, বঙ্গবন্ধুর পথ ধরে আমাদেরকে শিশুদের জীবনকে নিরাপদ করতে কাজ করতে হবে। আমরা দেখতে পাই সড়কে একেরপর এক শিশু নিহত হচ্ছে। এজন্যে সকলকে সচেতন করতে হবে। সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

Advertisements

সভায় ধামরাই নিরাপদ সড়ক আন্দোলনের (নিসচা) সহ-সভাপতি ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি এম.নাহিদ মিয়া।

এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষীকাসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন