মার্কিন সামরিক বাহিনী আন্তর্জাতিক জলসীমায় ভেনিজুয়েলার একটি কথিত মাদকবাহী নৌকা ধ্বংস করেছে। সোমবারের এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ খবর নিশ্চিত করেছেন। তিনি দাবি করেছেন, নৌকাটি সহিংস মাদক চক্র ও নরকোটেররিস্টদের ছিল এবং এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করেছিল। তবে তিনি কোনো প্রমাণ দেননি যে নৌকাটিতে মাদক বহন করা হচ্ছিল।
হামলার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে একটি নৌকাকে বিস্ফোরণে ধ্বংস হয়ে যেতে দেখা যায়।
পরবর্তীতে হোয়াইট হাউস থেকে তিনি জানান, মার্কিন বাহিনী ভিডিও ও প্রমাণ সংগ্রহ করেছে এবং সমুদ্রে ছড়িয়ে পড়া কোকেন ও ফেন্টানিলের ব্যাগও নথিভুক্ত করা হয়েছে।
এদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আগ্রাসন আখ্যা দিয়ে বলেন, ‘ওয়াশিংটনের এই বোমা হামলা দুই দেশের সম্পর্ককে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে।’
তিনি হুঁশিয়ারি দেন, ভেনিজুয়েলা তাদের বৈধ আত্মরক্ষার অধিকার সম্পূর্ণভাবে প্রয়োগ করবে।
যুক্তরাষ্ট্র সম্প্রতি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এর আগে আরেকটি অভিযানে ভেনিজুয়েলার একটি নৌকা লক্ষ্য করে হামলা চালানো হয়, যেখানে ১১ জন নিহত হন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে বলেন, ‘এই নৌকাগুলো ধ্বংস করা প্রয়োজন, কারণ মাদুরো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে।’