English

26.9 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
- Advertisement -

বনি কাপুর হেলিকপ্টারকে রিকশার মতো ব্যবহার করতেন: ফারাহ খান

- Advertisements -

নাসিম রুমি: বনি কাপুর এবং খুশি কাপুর সম্প্রতি ফারাহ খানের ইউটিউব ভ্লগে উপস্থিত হন, যেখানে ফারাহ খান এক চমৎকার অভিজ্ঞতা শেয়ার করেন। ফারাহ বলেন, “আপনার বাবা হেলিকপ্টারকে রিকশার মতো ব্যবহার করতেন।”

তিনি মনে করিয়ে দেন, অনীল কাপুর এবং মাধুরী দীক্ষিতের ছবি পুকার-এর শুটিংয়ের সময় বনি কাপুর আলাস্কায় এক দূর্গম স্থানে শুটিং করার জন্য একাধিক হেলিকপ্টার ভাড়া করেছিলেন। ফারাহ বনি কাপুরের উদারতা প্রশংসা করে বলেন, “ডিরেক্টর রাজকুমার সন্তোষী যখন বললেন, আলাস্কায় ভারতীয় খাবার খেতে চাই, বনি কাপুর সেখানে এক ভারতীয় রাঁধুনি খুঁজে বের করেন এবং সবাইকে দুর্দান্ত খাওয়ার ব্যবস্থা করে দেন।”

“আমরা আলাস্কায় উত্তর মেরুর মতো এক জায়গায় ছিলাম, আর বনি কাপুর সেখানে মাখন মুরগি, নান, বিরিয়ানি, পনির, আর ডাল মাখানি সাজিয়ে দিয়েছিলেন। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম! সব কিছু হেলিকপ্টারে পাঠানো হচ্ছিল যেন ডানজো (ডেলিভারি সার্ভিস),” ফারাহ বলেন।

এছাড়া, ফারাহ আরো বলেন, তার স্বামী শিরিশ কুন্দের সাথে কাজ করার সময় বনি কাপুরের প্রতি তার প্রশংসা ছিল অগাধ। “আমার স্বামী কিছু সিনেমার এডিটিং করেছেন আপনার বাবার সাথে।

তিনি সবসময় বলতেন, আমি আর কোনো প্রযোজক দেখিনি, যেমন বনি কাপুর। যদি কিছু ভালো না হয়, তিনি এক মুহূর্তও ভাবেন না। তিনি ডিরেক্টরকে ফোন করে বলতেন, আবার শুট করুন, নিশ্চিত করুন, এটি ভালো লাগছে কিনা,” ফারাহ মন্তব্য করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qqbk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন