English

28.2 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

স্ট্রোক করে হাত পা অবশ হয়ে গেল চলচ্চিত্র অভিনেত্রী রঞ্জিতার, প্রধানমন্ত্রীর কাছে সাহায্য কামনা

- Advertisements -

চলচ্চিত্র অভিনেত্রী রঞ্জিতা গতকাল ২৮ সেপ্টেম্বর স্ট্রোক করেছেন। স্ট্রোকের কারণে বাঁ পা এবং বাঁ হাত অবশ হয়ে গেছে তার। ডাক্তার দেখানো বা হাসপাতালে ভর্তি হওয়ার কোনো অবস্থা নেই তার। অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছেন তিনি। নিজের পৈতৃক ভিটা ও সমস্ত কিছু হারিয়ে আজ তিনি নিঃস্ব।

অতি কষ্টে এখন দিন কাটছে তার। সারাদিন কী খাবেন সে ব্যবস্থাই যেখানে নাই সেখানে ডাক্তার দেখানোর টাকা পাবেন কোথায়? এই অবস্থায় একমাত্র প্রতিবন্ধী অসহায় ভাই সোহেল বোবা হয়ে গেছেন। দু’চোখে অন্ধকার দেখছেন তিনি। কথা বলতে কষ্ট হচ্ছে অসুস্থ রঞ্জিতার। তার এই অসহায় অবস্থায় পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ শিল্পী সমাজকে তার পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেছেন। বেঁচে থাকার জন্য তার সুস্থতা প্রয়োজন। সুস্থতার জন্য তিনি কি করবেন তা ভাবতে পারছেন না। এক সময় সব ছিল তার। আজ তিনি নিঃস্ব।

তার সবকিছু আত্মসাৎ করেছেন তার বোন এবং বোনের স্বামী। চিকিৎসার জন্য কোনো সঙ্গতি নেই তার।
৮০-এর দশকে নায়করাজ রাজ্জাকের হাত ধরে ঢাকা-৮৬’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক রঞ্জিতার। এরপর জ্বিনের বাদশা, কুংফু কন্যা, রাজা মিস্ত্রি, মরণ লড়াইসহ অসংখ্য হিট ছবির নায়িকা তিনি।

তখনকার সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুয়েল তার বড় ভাই ছিলেন। জুয়েলের গাওয়া… ‘আমি আর কারো ভালোবাসা চাই না…’অথবা ‘যাই বলে যেতে নাইরে, আরেকটু বসে যা নারে…’ গানটি এখনো অনেকের মুখে মুখে ফেরে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zwxs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন