English

28.1 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫
- Advertisement -

মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মহাস্থান কলেজ শিক্ষার্থীর মৃত্যু

- Advertisements -

গোলাম রব্বানী শিপন, মহাস্থান- বগুড়াঃ মহাস্থানে বেপরোয়া গতি-সম্পন্ন মোটরসাইকেল চালাতে গিয়ে একটি সিএনজি চালিতো অটোরিকশার মুখোমুখি সংঘ*র্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মহাস্থান মাহীসওয়ার কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব (২০) এর মৃ*ত্যুর ঘটনা ঘটেছে। নিহত রাকিব সে বগুড়া সদরের নামুজা ইউনিয়নের চিংঙ্গাসপুর উত্তরপাড়া গ্রামের শাহজাহান আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী ও নি*হ*তে’র পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় নি*হ*ত রাকিব ইসলাম বেশকিছু কাগজ পত্র ফটোকপি করার জন্য মহাস্থানের উদ্দেশ্যে বের হয়। ফটোকপি শেষে রাকিব মহাস্থান থেকে ক্ষিপ্ত গতিতে তার বাড়ী চিংঙ্গাসপুর গ্রামে যাচ্ছিলেন। এসময় মহাস্থান জাদুঘর এলাকায় পৌঁছিলে শিবগঞ্জ থেকে মহাস্থান অভিমুখী একটি সিএনজি চালিতো অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় রাকিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় মা*রা*ত্মক ভাবে আ*ঘা*ত প্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে র*ক্তা*ক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়ার ঠেঙ্গামারা টিএমএসএস রফাতুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দিলে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ*ত্যু হয়। পরিবারে ৩ ভাইয়ের মধ্যে রাবিব সবার ছিল সবার ছোট।

এ দুর্ঘটনার কারন হিসেবে প্রত্যক্ষদর্শীরা জানান, মহাস্থান জাদুঘর কর্তৃপক্ষ সড়কের ২ পাশে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা প্রাইভেটকার সহ দর্শনার্থীদের বিভিন্ন যানবাহন যত্রতত্র পার্কিং করে রাখলেও তাদের কোন সড়কে গার্ড নেই। শুক্রবার এমনিতেই দর্শনার্থীদেন ভিড়। তারপরও আবার অনেক ভাসমান দোকানপাট রাস্তায় বসিয়ে সড়ক বিঘ্নিত করে। এসব কারনে সড়ক দুর্ঘটনার সময় সেখানে ব্যাপক জ্যাম ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা আক্ষেপ করে বলেন, ঐতিহাসিক মহাস্থান জাদুঘর এলাকায় জাদুঘর কর্তৃপক্ষ শুধু টিকিটের হিসাব নিয়ে ব্যস্ত থাকে। এখানে সড়কের নানা সমস্যা ঘটে সেগুলো তাদের চোখে পড়ে না৷ বা গাড়ী নির্দিষ্ট স্থানে রাখতে কোন মাইকিং করা বা সড়কে শৃঙ্খলা ফেরাতে তাদের কোন প্রতিনিধি রাখা হয় না। এর দ্বায় তারা এড়াতে পাড়ে না। এদিকে রাকিবের আকষ্মিক মৃ*ত্যুতে এলাকাজুড়ে শো*কের ছায়া নেমে এসেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9q57
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন