English

28.5 C
Dhaka
রবিবার, জুন ২২, ২০২৫
- Advertisement -

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২: সেরা সিনেমা, পরিচালক ও অভিনেত্রীর পুরস্কার জিতল ‘হাওয়া’

- Advertisements -

নাসিম রুমি: মেরিল-প্রথম আলো পুরস্কারের সমালোচক বিভাগের তিন পুরস্কার জিতল আলোচিত সিনেমা ‘হাওয়া’। প্রযোজক অজয় কুমার কুন্ডু সেরা সিনেমার পুরস্কার গ্রহণ করেন, সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন মেজবাউর রহমান সুমন।

এ ছাড়া সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি। তিনটি পুরস্কারই তুলে দেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা।

গত বছরের ২৯ জুলাই মুক্তির পর ব্যাপক ব্যবসায়িক সাফল্য, সমালোচকদের প্রশংসা—সবই পেয়েছে ‘হাওয়া’। নিজের প্রথম ছবিতেই বাজিমাত করলেন সুমন। পুরস্কার নেওয়ার সময় দেওয়া প্রতিক্রিয়ায় সিনেমার নেপথ্যের কারিগরদেরও পুরস্কৃত করার আহ্বান জানান তিনি।

৯ বছরের পেশাদার অভিনয়জীবন নাজিফা তুষির। ২০১৪ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর নাটকের অলিগলি পেরিয়ে একসময় চলচ্চিত্রে নাম লেখান। ২০১৬-তে মুক্তি পায় প্রথম চলচ্চিত্র ‘আইসক্রিম’। এরপর বড় পর্দায় আবার দেখা যায় গত বছর, ‘হাওয়া’ সিনেমায়।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার পর স্কুলজীবন থেকে অভিনয়শিল্পী হতে চাওয়া নাজিফা তুষির পথচলা সহজ হয়। তবে শুরু থেকেই তাড়াহুড়া চাননি।

তাই ৯ বছরের পেশাদার অভিনয়জীবনে তুষির যত কাজ, তা হাতে গুনে ফেলা সম্ভব। চলচ্চিত্রের বাইরে ওয়েব ফিল্ম, সিরিজেও প্রশংসিত হন। এর মধ্যে চরকির ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সিন্ডিকেট’ ও ‘স্কুটি’ উল্লেখযোগ্য। তবে ‘হাওয়া’ তাঁকে নিয়ে যায় অন্য উচ্চতায়।

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় পরিচালক ও তার মেন্টর সুমনকে ধন্যবাদ জানান তুষি।

দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে বড় আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কার। বছর ঘুরে তারকাবহুল জাঁকজমকপূর্ণ এ আয়োজনের ২৪তম আসর বসেছিল আজ সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wlyd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন