English

27 C
Dhaka
বুধবার, জুন ১৮, ২০২৫
- Advertisement -

সুদে-আসলে অক্ষয়কে টাকা ফেরত দিলেন পরেশ

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের কমেডি ফিল্ম ‘হেরা ফেরি’-এর তৃতীয় কিস্তি থেকে বাদ পড়েছেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। তার এই সিদ্ধান্ত ঘিরে বলিপাড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এরই মধ্যে জানা গেলো, সুদে-আসলে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থাকে ১১ লাখ রুপি ফেরত দিয়েছেন পরেশ।

পরেশ রাওয়াল ছবির জন্য পাওয়া সাইনিং অ্যামাউন্ট ফেরত দিয়েছেন, যা এই প্রকল্পের সঙ্গে তার সম্পৃক্ততার আনুষ্ঠানিক ইতি টেনে দেয়। তিনি ১১ লাখ রুপি ফেরত দিয়েছেন, সঙ্গে দিয়েছেন বার্ষিক ১৫ শতাংশ হারে সুদ এবং অতিরিক্ত কিছু অর্থও।

একটি সূত্রের বরাত জানা যায়, প্রতিবেদনে জানিয়েছে, পরেশ রাওয়ালের পুরো পারিশ্রমিক নির্ধারিত ছিল ১৫ কোটি রুপি। টার্ম শিট অনুযায়ী তাকে ১১ লাখ রুপি সাইনিং মানি হিসেবে দেওয়া হয়েছিল। চুক্তিতে উল্লেখ ছিল, ছবিটি মুক্তির এক মাস পর তিনি বাকি টাকা তিনি পাবেন।

তবে ছবির মূল শুটিং শুরু হওয়ার কথা আগামী বছরে এবং মুক্তির সম্ভাব্য সময় ২০২৬ সালের শেষ ভাগ বা ২০২৭ সাল। এত দীর্ঘ সময় পর পুরো পারিশ্রমিক পাওয়ার বিষয়টি নাকি পরেশ রাওয়ালের জন্য ছিল মূল আপত্তির জায়গা, যা তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এই সিদ্ধান্তের পর থেকেই অভিনেতার সঙ্গে অক্ষয় কুমারের প্রোডাকশন হাউজ ‘কেপ অফ গুড ফিল্মস’-এর মধ্যে আইনি দ্বন্দ্ব শুরু হয়েছে। প্রোডাকশন হাউজটি ক্ষতিপূরণ দাবি করে পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি টাকার আইনি নোটিশ পাঠায়।

বর্তমানে শুধু একটি প্রোমো শুট সম্পন্ন হয়েছে, যেটি ‘ভূত বাংলো’ সিনেমার সেটে সেই টিম ব্যবহার করে শুট করা হয়েছে।

উল্লেখ্য, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘হেরা ফেরি’ এবং ২০০৬ সালের ‘ফির হেরা ফেরি’ ছবিকে ধরা হয় বলিউডের কাল্ট ক্লাসিক হিসেবে। বাবুরাও চরিত্রে পরেশ রাওয়ালের অসাধারণ অভিনয় ছিল এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম আকর্ষণ। তার অনুপস্থিতিতে তৃতীয় কিস্তি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন