English

39 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
- Advertisement -

শোবিজ কর্মীদের সেরা স্বীকৃতি হাতে পাওয়ার দিন আজ

- Advertisements -

নাসিম রুমি: প্রতিবছরের মতো এবারও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ২০২২ সালের সেরা শোবিজ তারকাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়ক ফেরদৌস।

এই জুটি এর আগেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন। এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘এবার আমার সঙ্গে উপস্থাপনা করবে পূর্ণিমা। এ নিয়ে আমরা চারবার জুটি বেঁধে উপস্থাপনা করবো। আয়োজনে কী কী থাকছে এ নিয়ে আমাদের আলোচনা হয়েছে। মহড়াও চলছে।’

Advertisements

পূর্ণিমা বলেন, ‘আমার সঙ্গে ফেরদৌস জুটি বাঁধছে। এর আগেও আমি এ মঞ্চে সঞ্চালনা করেছি। চলচ্চিত্রের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির এ অনুষ্ঠানটি সবসময়ই উপভোগ করি। এখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকেন, আরও গণ্যমান্যরা থাকেন। এ কারণে অনুষ্ঠানটি নিয়ে অনেক উত্তেজনাও থাকে। সবার জন্য উপভোগ্য একটি অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করবো।’

এর বাইরে এবারও অনুষ্ঠানে থাকছে সাংস্কৃতিক পর্ব। যেখানে সিনেমা অঙ্গনের মানুষেরা নেচে-গেয়ে উপস্থিত সবাইকে বিনোদিত করবেন। সেই তালিকায় রয়েছেন সাদিয়া ইসলাম মৌ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহী, তমা মির্জা, অপু বিশ্বাস, সাইমন সাদিক, দীঘি, আদর আজাদ, পূজা চেরী, সোহানা সাবা, গাজী আবদুন নূর, ও আঁচলের মতো তারকারা।

Advertisements

এবারের আসরে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে চিত্রনায়ক কামরুল আলম খান খসরু ও নায়িকা রওশন আরা রোজিনাকে। তাদের অভিনীত দুটি গানেই সাজানো হয়েছে। গানগুলো হলো ‘ও প্রাণের রাজা’ ও ‘ছেড়ো না ছেড়ো না হাত’।

এছাড়াও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বালাম ও কোনাল। গত ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল সং ‘ও প্রিয়তমা’ দারুণ প্রশংসা কুড়ায় দর্শকদের। যে গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। এবার এই গানটিতেই পারফর্ম করবেন তারা। কোনাল বলেন, ‘এর আগে গানটি আমি রাষ্ট্রপতির সামনে গেয়েছি। এবার প্রধানমন্ত্রীর সামনে গাইবো। এমন সুযোগ পাওয়া সত্যি গর্বের।’

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর প্রজ্ঞাপনের মাধ্যমে ২৮টি শাখায় ২৭ ক্যাটাগরির জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে যৌথভাবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার উঠছে রুবাইয়াত হোসেনের হাতে। আর সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন চঞ্চল চৌধুরী এবং অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন যৌথভাবে জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন