মোকলেছুর রহমান মাহারুক: দিনাজপুর -৪ (চিরিরবন্দর -খানসামা ) আসনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া বিকল্প নেই:দিন দিন জনপ্রিয়তা আকাশছোঁয়া, বিএনপির মনোনীত ধানের শীষ নেতার হাতেই আধুনিক চিরিরবন্দর -খানসামার স্বপ্ন!
চিরিরবন্দর -খানসামায় সাধারণ জরিপ করেছেন ৬নং অমর পুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিজ।
দিনাজপুর-৪ (চিরিরবন্দর ও খানসামা ) আসনে বর্তমানে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়ার জনপ্রিয়তার জোয়ার উঠেছে। এই জোয়ারের কেন্দ্রে রয়েছেন তরুণ, শিক্ষিত, সকল ধরনের মানুষের ও জনদরদী নেতা।
স্থানীয় রাজনীতিতে তাঁর বিকল্প নেই—এমন বিশ্বাস এখন চিরিরবন্দর ও খানসামা উপজেলার আপামর জনসাধারণের মুখে মুখে। তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে, যা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
শুধু একজন সফল সাবেক সংসদ সদস্য নন, তিনি এলাকাতে ‘মানবিক জনসেবক’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি প্রত্যন্ত অঞ্চলের গরিব ও অসহায় মানুষের জন্য নিবেদিতপ্রাণ। তাঁর জনসেবার হাত সবসময় প্রসারিত; তিনি নিয়মিত উঠান বৈঠকের মধ্যে দিয়ে গরিব-দুঃখী মানুষের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেছে। তিনি কেবল একজন দলের নন, বরং মানুষের একজন প্রকৃত সেবক।
উন্নয়ন নিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়ানো তাঁর প্রধান লক্ষ্য। তাঁর সততা, মেধা এবং মানুষের প্রতি তাঁর অগাধ ভালোবাসা তাঁকে গণমানুষের নেতা হিসেবে দেখে সাধারণ জনগণ।
স্বচ্ছ ভাবমূর্তি তাঁকে এই আসনে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করেছে। থাকবে এলাকার ভবিষ্যৎ উন্নয়ন।
