English

31 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
- Advertisement -

মেসি-রোনালদো ‘ক্ল্যাসিকো’র অপেক্ষায় সৌদি

- Advertisements -
Advertisements

দুই তারকা স্পেনে থাকাকালে লড়াইটা বেশ জমত। দর্শকরাও মন দিয়ে উপভোগ করতেন সেই লড়াই। তা ছাড়া দু’জন ছিলেন দুই জায়ান্ট ক্লাবের প্রাণভোমরা। সেদিক থেকেও সবার আগ্রহের কেন্দ্রে থাকতেন তারা। ফুটবল পায়ে তাদের কারিকুরিও চলত দারুণ। সব মিলিয়ে ইউরোপে তখন রোনালদো-মেসি মুখোমুখি মানেই বাড়তি উন্মাদনা।

দু’জন আবার দুই প্রান্তে চলে যাওয়ায় সেই রোমাঞ্চের সুতায় অনেকটাই টান পড়েছে। তবে একেবারে হারিয়ে যায়নি। এখনও তাই কোনো মঞ্চে তারা এক হলে জমে ওঠে আসর। দর্শকরাও হইচই লাগিয়ে দেন। অপেক্ষা করেন ঘড়ি ধরে। গুনতে থাকেন প্রহর। এই যেমন সৌদিতে ১ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে তারা। যদিও ক্রিশ্চিয়ানো রোনালদোর পেশির চোট অনেকটাই দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল সিআর সেভেন সমর্থকদের। কিন্তু সেই চোট থেকে অনেকটাই নাকি সেরে উঠেছেন তিনি। সে ক্ষেত্রে দু’জনের দেখা হওয়ার সম্ভাবনাও জেগেছে।

Advertisements

যাক সবকিছু ঠিক থাকলে ১ ফেব্রুয়ারি রাত ১২টায় কিংডম অ্যারেনায় আল নাসরের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। সেখানে যে তারার মেলা বসতে যাচ্ছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার আগেই ম্যাচ খেলবে মেসিরা। সেটি আবার নেইমারের ক্লাব আল হিলালের সঙ্গে। একই ভেন্যুতে ২৯ জানুয়ারি রাত ১২টায় আল হিলাল নামবে ইন্টার মায়ামির বিপক্ষে। যদিও ইনজুরির কারণে ম্যাচটি খেলা হবে না নেইমারের। হয়তো দর্শক সারিতে দেখা যেতে পারে তাঁকে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন