English

39 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
- Advertisement -

রুশ রাষ্ট্রদূত বললেন: ভুয়া খবর তৈরির কারখানা ব্রিটিশ গণমাধ্যম

- Advertisements -

ব্রিটিশ গণমাধ্যমগুলোকে ভুয়া খবর তৈরির কারখানা বললেন ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লিওন জাগারিয়ান।

Advertisements

তিনি বলেছেন, ব্রিটিশ গণমাধ্যমগুলো আন্তর্জাতিক অঙ্গনে ভুয়া খবর তৈরি করার কারখানা হিসেবে পরিচিত ও স্বীকৃত।

ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানে তৈরি অস্ত্র ব্যবহার করছে বলে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান সম্প্রতি যে খবর প্রচার করেছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই মন্তব্য করেন জাগারিয়ান।
তিনি বুধবার তেহরানে রুশ পত্রিকা ‘ইজভেস্তিয়া’কে এই সাক্ষাৎকারে দেন তিনি।

ইরান ইন্টারন্যাশনাল, পিপলস ডেইলি অনলাইন ও ইরান ফ্রন্ট পেজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisements

এ সময় জাগারিয়ান আরও বলেন, ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মস্কোর সঙ্গে তেহরানের সমরাস্ত্র সহযোগিতার পথে আর কোনও প্রতিবন্ধকতা নেই। ইরান তার প্রতিরক্ষা প্রয়োজন পূরণ করতে রাশিয়ার কাছ থেকে যেকোনও অস্ত্র সংগ্রহ করতে পারে।

তিনি ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেন, ইরান ও রাশিয়া দ্বিপক্ষীয় লেনদেনের জন্য বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে, যা চালু হলে কোনও নিষেধাজ্ঞা দু’দেশের অর্থনৈতিক লেনদেন বাধাগ্রস্ত করতে পারবে না।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন