মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন চিত্রনায়িকা নূতনের স্বামী, সিনেমার প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। গণমাধ্যমে রুহুল আমিন বাবুলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা সায়মন তারিক।
তিনি বলেন, ‘বাবুল ভাই জ্যাম্বস ফাইটিং গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। সত্তরের দশকের শেষের দিকে ছবি প্রযোজনা শুরু করেছিলেন। প্রায় ৩০টি ছবি প্রযোজনা করেছেন। তার প্রযোজনায় নির্মিত হয় “দোস্ত দুশমন”, “বারুদ”, “চাঁদ সুরজ”, “কাবিন”সহ বেশ কয়েকটি সুপারহিট ছবি। সর্বশেষ তিনি “আমি সেই মেয়ে” (১৯৯৮) প্রযোজনা করেছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।’
তিনি জানান, আজ রোববার বাদ জোহর বসুন্ধরা আবাসিক এলাকার ডি-ব্লকের জামে মসজিদে বাবুলের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন প্রযোজক-পরিচালক রুহুল আমিন বাবুল। মাঝখানে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও আবারও শারীরিক অবনতি হওয়ায় কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
১৯৭৮ সালে অভিনেত্রী নূতনকে বিয়ে করেন প্রযোজক বাবুল। তার প্রকৃত নাম ফারহানা আমিন রত্না। লাবিবা আমিন (বড় মেয়ে) ও ফারহানা আমিন রীতু (ছোট মেয়ে) নামে দুই কন্যাসন্তান রয়েছে।
