English

20 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
- Advertisement -

আজীবন সম্মাননায় বিচারপতি মীর হাসমত আলী, কাজী হায়াত, হাসনাইন সাজ্জাদী ও ওস্তাদ জাহাঙ্গীর আলম

- Advertisements -

মোকলেছুর রহমান মাহারুক: জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান, ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আইন পেশা ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন বিচারপতি মীর হাসমত আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা কাজী হায়াত, বিজ্ঞানকবি, সাহিত্যিক ব্যক্তিত্ব হাসনাইন সাজ্জাদী ও মার্শাল আর্টের ফাউন্ডার চলচ্চিত্র প্রযোজক ও বিশিষ্ট অভিনেতা চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম।

আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টায় রাজধানীর মালিবাগে স্কাই সিটি ফোর স্টার হোটেল (ব্যাংকোয়েট হলে) মানবাধিকার বাস্তবায়ন সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়া এর উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে অর্ধশতাধিক তারকাদের উপস্থিতিতে ইভেন্ট স্টোরি-প্রেজেন্ট’স “ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান, ফ্যাশন শো ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিচারপতি মীর হাসমত আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

বিশেষ অতিথি থাকবেন, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াত, ছটকু আহমেদ, বিজ্ঞানকবি, সাহিত্যক ও সাংবাদিক হাসনাইন সাজ্জাদী, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ফজলে রাব্বি, মার্শাল আর্টের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলম, দৈনিক গণকণ্ঠের নির্বাহী সম্পাদক সালাম মাহমুদ, চলচ্চিত্র পরিচালক পরিচালক গাজী মাহবুব, পরিচালক জ্যাম্বস কাজল, তাশিক আহমেদ (উপদেষ্টা অনুষ্ঠান ও সম্প্রচার) এটিএন বাংলা, ইভান শাহরিয়ার সোহাগ (জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ও কোরিওগ্রাফার), ইভেন্ট স্টোরির পরিচালক হাসান একরাম আহমেদ, এ.কে.এম. মুশফিকুল আলম (ব্যবস্থাপনা পরিচালক, ই-ক্রয়), সহ বিভিন্ন গণমাধ্যম, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

সম্মানিত অতিথি থাকবেন, জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী নূতন, অভিনেতা মাসুম পারভেজ রুবেল, প্রবীণ ও বিখ্যাত ভয়েস আর্টিস্ট ইসমত তোহা, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব।
তারকাদের মধ্যে আরো উপস্থিত থাকবেন- ডিএ তায়েব, দেবাশীষ বিশ্বাস, অনন্ত জলিল, জয় চৌধুরী, বর্ষা, শিমলা, খায়রুল বাশার, প্রার্থনা ফারদিন দীঘি, জাহের আলভী, কোরিওগ্রাফার গৌতম সাহা, ফারহান আহমেদ জোভান, মন্দিরা চক্রবর্তী, রুকাইয়া জাহান চমক, রুবিনা আকতার নিঝুম, ইফফাত আরা তিথি, জেবা জান্নাত, জান্নাত আকতার, তানহা মৌমাছি, হুমায়রা সুবহা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এস.ডি রুবেল, রকস্টার মিলা ইসলাম, আকিব বিন আকতার, ব্রান্ড প্রমোটর বারিশা হক, মডেল সৈয়দ রুমা সহ অর্ধশতাধিক তারকা উপস্থিত থাকবেন।

সভাপতিত্ব করবেন- খন্দকার আছিফুর রহমান (প্রতিষ্ঠাতা- চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়া, যুগ্ম সম্পাদক- জাতীয় দৈনিক অভয়নগর)।

সঞ্চালনা করবেন- স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক ও আবৃতিকারক সবুজ রায় এবং শাহজাহান সাজু।

এছাড়া অনুষ্ঠানে শোবিজ, সাংস্কৃতিক, মিডিয়া ও সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্য, আইসিটি ও আইটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং নারী উদ্যোক্তা সহ মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করছেন তাদের মধ্যে বিভিন্ন কাজের
স্বীকৃতি স্বরুপ দেশের বরেণ্য ৫০ জন কে ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড-২০২৫ এ ভূষিত করে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠানের আয়োজক খন্দকার আছিফুর রহমান জানান, ইতিমধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে। ভিন্ন এই আয়োজনে চলচ্চিত্র, উদ্যোক্তা, সাংবাদিক সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের উৎসাহিত করে স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হবে, যা স্টার বাংলাদেশ মিডিয়া পরিবারের জন্য গর্বের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6dvm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন